kobita হে ধরণী
হে ধরণী লেখক: S.e prince হে ধরণী,তুমি আমায় দিয়েছো প্রাণ। তোমায় ভালোবেসে করি কত গাণ। তোমাতে পেয়েছি সব কিছু । বিনিময়ে চাওনি তুমি কোন কিছু। আমি আছি তোমার দয়ায় বেঁচে। তুমি আছো আমার মধ্যে বেঁচে। এসেছি তোমাতে। যাবও তোমাতে । থাকব না আমি। থাকবে আমার স্মৃতি টুকু আর তুমি। যদি আমাকে মনে রাখো তুমি। তবে আমি আবার আসিব। আবার তোমাকে ভালোবেসে..... ১৫/০৭/২০১৭